Murtaja Baseer, Painter
Murtaja Baseer is a Bangladeshi painter. He is also a poet, short story writer, novelist, researcher, numismatist , matchbox collector and filmmaker. He was awarded Ekushey Padak in 1980 by the Government of Bangladesh.
Matchbox Designed by me.
মুর্তজা বশীর স্যারের বিভিন্ন সময়ে আকা চিত্রকর্ম থেকে এই বিখ্যাত চারটি ছবি নির্বাচন করা হয় দেয়াশলাই ডিজাইনের জন্য। শিল্পকর্মের নাম গুলো যথাক্রমে মাই লেডি, ডটার্স, টয়লেট ও মাই কান্ট্রি। ইউরোপের বিভিন্ন দেশে বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্ম দিয়ে অনেক দেয়াশলাই প্রকাশ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এই প্রথম কোন প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম দিয়ে স্মারক দেয়াশলাই সেট প্রকাশ করা হলো। একারণে শিল্পী মুর্তাজা বশীর স্যার অত্যন্ত আনন্দের সাথে আমাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, মুর্তজা বশীর নিজেও একজন উচুমানের দেশলাই সংগ্রাহক। তার সংগ্রহে রয়েছে পাকিস্তান আমল থেকে স্বাধিন বাংলাদেশের অনেক দুর্লভ দেয়াশলাই। রয়েছে অনেক প্রাচীন ও দুর্লভ ইউরোপিয়ান দেয়াশলাইও। যার বেশির ভাগই মুর্তজা বশীরের নিজ হাতে সংগ্রহ করা। কথা প্রসংগে জানালেন তার বড় মেয়ের একটি থিসিসের কাজে দেয়াশলাই সংগ্রহ শুরু করেছিলেন তিনি। যা পরবর্তিতে আরো প্রসারিত হয়েছিল।
ছবিটি গত বছর ১৭ আগস্ট তোলা। সেদিন শিল্পীর ৮৮তম জন্মদিন ছিল। আর আমি এই দিনটিকেই বেছে নিয়েছিলাম দেশলাই প্রকাশের দিন হিসেবে।
No comments:
Post a Comment