শিল্পী
মুর্তজা বশীর
এর
৮৭তম
জন্মবার্ষিকী উদযাপন
17 AUGUST 2019
17 AUGUST 2019


অনুসঠানের কেক
কাটা
পর্বে
শিল্পী
মুর্তজা বশীর
নিজ
হাতে
দেশলাই
জ্বালিয়ে মোমবাতি জ্বালান।
ইউরোপের বিভিন্ন দেশে
বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্ম দিয়ে
অনেক
দেয়াশলাই প্রকাশ
করা
হয়েছে।
কিন্তু
বাংলাদেশে এই
প্রথম,
একারণে
শিল্পী
মুর্তাজা বশীর
অত্যন্ত আনন্দের সাথে
সাকিল
হকের
প্রতি
ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে,
মুর্তজা বশীর
নিজেও
একজন
উচুমানের দেশলাই
সংগ্রাহক। তার
সংগ্রহে রয়েছে
পাকিস্তান আমল
থেকে
স্বাধিন বাংলাদেশের অনেক
দুর্লভ
দেয়াশলাই। রয়েছে অনেক
প্রাচীন ও
দুর্লভ
ইউরোপিয়ান দেয়াশলাইও। যার
বেশির
ভাগই
মুর্তজা বশীরের
নিজ
হাতে
সংগ্রহ
করা।
কথা
প্রসংগে জানালেন তার
বড়
মেয়ের
একটি
থিসিসের কাজে
দেয়াশলাই সংগ্রহ শুরু
করেছিলেন তিনি।
যা
পরবর্তিতে আরো
প্রসারিত হয়েছিল।
অনুসঠানে উপস্থিত ছিলেন,
বিএমসিসি প্রেসিডেন্ট সাকিল
হক,
সিনিয়র
ভাইস
প্রেসিডেন্ট ইকবাল
মজিদ
এবং
ভাইস
প্রেসিডেন্ট মুহাম্মাদ আকবর
হোসেন।
=========================
The Daily Star, March 19, 2019
====================================================
The Daily Jugantor, August 17. 2018
১৭ আগস্ট দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৭ আগস্ট দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শিল্পীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস্ ক্লাব বিএমসিসি’র একটি প্রতিনিধি দল তার বাসায় শুভেচ্ছা জানাতে আসে।এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাকিল হক, জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকবাল মজিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ক্লাবের সহ-সভাপতি মোহাম্মাদ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল রহমান শিমুলসহ আরো অনেকে।
তারা বরেণ্য এই শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য (সম্মানসূচক) কার্ড তুলে দেন। পরে মুর্তজা বশীর উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
তারা বরেণ্য এই শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য (সম্মানসূচক) কার্ড তুলে দেন। পরে মুর্তজা বশীর উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
উল্লেখ্য, চিত্রশিল্পী মুর্তজা বশীর বহুভাষাবিদ, জ্ঞানতাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্র।
====================================================
June 04, 2018
Bangladesh Matchbox Collectors
Club (BMCC) celebrated the 237th birthday of John Walker on 29 May, 2018, the
English inventor who invented the friction match and namely the matchbox To
celebrate this event, BMCC arranged for a discussion and published a Special
Cover at their Hatripool Head Office in Dhaka. Shakil Huq, the head of the
association, encouraged all to celebrate 29 May as the annual matchbox day.


====================================================
The Daily Observer, April 27, 2018
The Independent, July 25, 2018
====================================================
No comments:
Post a Comment